ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির র‌্যালী

রংপুরে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির র‌্যালী

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন-নবী ডনের পক্ষে রংপুর নগরীতে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাধারণ নগরবাসীর আয়োজনে নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু করে টাউন হল চত্বর, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব এলাকা দিয়ে প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে ধানের শীষের পক্ষে চূড়ান্ত প্রার্থী হিসেবে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডনকে মনোনয়নের দাবিতে র‌্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যালীতে অংশগ্রহণকারী কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, রংপুর-৩ (সদর) আসনে বিএনপির জনপ্রিয় তরুণ আইনজীবী ও দলের নিবেদিত প্রাণ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় রংপুরের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বিএনপির র‌্যালী,৩১ দফা বাস্তবায়নের দাবি,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত