ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিআরটিএ’র জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

বিআরটিএ’র জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে ০৯ নভেম্বর (রবিবার) বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম ও উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব কে. এম. মাহাবুব কবির, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, সিএমপি ট্রাফিক বিভাগ (দক্ষিণ)-এর এডিসি জনাব মো. রবিউল হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর বাবু বিপুল পাল।

কর্মসূচির পরিসমাপ্তিতে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী সোহানা করিম আনি, দ্বিতীয় স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার মৃদুলী এবং তৃতীয় স্থান অধিকার করেন একাদশ শ্রেণির ছাত্রী তামান্না বিনতে ইকরা। পরবর্তীতে তাদেরকে পুরস্কৃত করা হয়।

নিরাপদ সড়ক দিবস ২০২৫,বিআরটিএ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত