ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

তাড়াইলে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পতিত আওয়ামী লীগ ঘোষিত ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হাকিম রানা, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য রকিবুর রহমান রুজন।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক দিলোয়ারা খানম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইয়ূম ভূঁইয়া, রাউতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফ আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সগির মিয়া, সদস্যসচিব সাইদুর রহমান বাবু, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, রবিউল হক আউয়াল, তানভীর ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। এই অবৈধ সরকারের লকডাউন আসলে জনগণের কণ্ঠরোধের একটি চক্রান্ত।

তারা অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন দাবি করেন।

তাড়াইল,লকডাউন,বিএনপি,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত