ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসানকে পদায়ন

রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসানকে পদায়ন

ব্যাপক সমালোচিত রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালকে অবশেষে রংপুর থেকে বিদায় নিতে হচ্ছে। রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল আহসানকে পদায়ন করা হয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ এনামুল আহসান পরিচিতি নম্বর ১৬০৬৩। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব থাকাকালীন অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখার পাশাপাশি সুশাসন অধিশাখায় (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন। বর্তমান রংপুরের বিতর্কিত জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালকে জ্বালানি ও খনিজ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিউল গত বছরের ৯ সেপ্টেম্বর রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিসিএস ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা রবিউল ফয়সালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সিন্ডিকেট করে চাঁদাবাজিতে সহযোগিতা, নদীকে খাল দেখিয়ে ইজারা দিয়ে অর্থ আত্মসাৎ, ভাষার মাসে জুতা পায়ে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে উঠে মেলা উদ্বোধন, আদালত অবমাননা, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষক নিয়োগসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ডিসির বিরুদ্ধে।

শুধু তাই নয়, সাংবাদিকদের মধ্যে গ্রুপিং, ডিসি‘র রংপুর প্রেসক্লাব দখল নিয়ে স্বেচ্ছাচারিতা সহ সিনিয়র সাংবাদিকদের অসম্মান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়া এক শিক্ষার্থীর বাবা বীর মুক্তিযোদ্ধাকে গালাগাল দিয়ে অফিস থেকে বের করে দেওয়া সহ অসংখ্য অভিযোগ রয়েছে রবিউলের বিরুদ্ধে।

এদিকে রংপুরের এক সিনিয়র আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেছেন, অবশেষে অপকর্মের হোতা রংপুরের ডিসি অপসারিত হয়েছে। ২০১৪ ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনে দিনাজপুর জেলার কাহরোল উপজেলার তৎকালীন ইউএনও রবিউল ফয়সাল রংপুরের ডিসি হিসেবে পদায়ন নিয়ে নানান অপকর্মে জড়িয়ে রংপুরের প্রশাসন তছনছ করেছে। দুর্নীতি ও পক্ষপাতিত্ব ছিল তার ভয়ংকর খেলা। ডিসি হয় জেলার সব মানুষের, সার্বজনীন। রবিউল ফয়সাল ছিল মুষ্টিমেয় কতিপয় ধান্ধাবাজ আর মতলবীদের ডিসি। রবিউল ফয়সাল শেখ হাসিনার সমস্ত সুযোগ নিয়ে কাহরোল উপজেলায় মনোরঞ্জন শীল গোপালের পদলেহন করেছে।

বিরোধী মতকে দমন করে হাসিনার প্রিয়পাত্র হয়েছে। এই ফ্যাসিস্ট রংপুরে ডিসি হওয়ার জন্য বিভিন্ন অপকর্ম করেছে বলে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তার অপকর্মের শেষ নেই। নানান কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন এই রবিউল সব সময় একটি গোষ্ঠীর হয়ে অপকর্মে লিপ্ত থেকে রংপুরের অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তার বিরুদ্ধে সঠিক তদন্ত হলে দুর্নীতি সহ নানান অপকর্মের লম্বা ফিরিস্তি বের হবে। রংপুর থেকে তাকে সরানো হয়েছে।

বুলেট বলেন, এই রবিউল ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়নে মুখোশ পরে আওয়ামীদের সহযোগিতা করেছে। কিছু ছাত্রদের নিয়ে তার অফিস ক্লাব বানিয়ে ডিসি অফিস কলুষিত করেছে। এর বিচার হওয়া দরকার। আইন আদালত কিছুই মানে না এই রবিউল ফয়সাল। আদালত আদেশ না মানার জন্য রংপুর জজ আদালত তার কাছে জবাব চেয়েছে। তার অপসারণে রংপুরের প্রশাসন ও মানুষ বাঁচলো। তবে তার অপকর্ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করতেই হবে।

এছাড়া সরকারি অনুষ্ঠানে মুজিববর্ষের তথ্য প্রচার এবং নানা অব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন। ডিসির এমন কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মানুষ। উল্লেখ্য, এই ডিসি রবিউল ফয়সাল সিনিয়র কর্মকর্তাদের পাত্তাই দিতেন না।

সরকারের সাবেক এক সচিবের স্ত্রী, যিনি রংপুর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জনপ্রিয় শিক্ষক মঞ্জুয়ারা পারভীনকে নানা ভাবে হয়রানি করে এক বছর আগে সাসপেন্ড করে কলেজচ্যুত করেছেন। শুধু তাই নয়, এই সময়ে উক্ত শিক্ষককে কোন বেতন ভাতার অংশ প্রদান করছেন না।

পদায়ন,ডিসি এনামুল আহসান,রংপুরের ডিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত