
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু নগরীর ৩২ নং ওয়ার্ডের বারো আউলিয়া, ধান গবেষণা মোড়, পাঁচ মাইল, ৩১ নং ওয়ার্ডের শেখপাড়া বাজার, নাজিরদিঘি, গফুর মার্কেট, মাইনালির মোড়, পানবাড়ি সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন, রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়ত মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে।
দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে অতীতের ন্যায় রংপুরের উন্নয়নসহ সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনের দীর্ঘ ৪৬ বছরে রংপুরের মানুষের সুখে-দুঃখে ছিলেন, পাশে থেকেছেন এবং এখনো আছেন। নেতাকর্মীদের পাশেও ছিলেন। তিনি মনোনয়ন পাওয়ায় সর্বস্তরের সাধারণ জনগণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অত্যন্ত খুশি। দলের মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা দলীয় নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে চলেছে। তারা দলের চেয়ে ব্যক্তির রাজনীতি করছেন। তবে আমি বিশ্বাস করি মহানগর বিএনপি, অঙ্গ সংগঠনসহ জনগণ আমার সঙ্গে রয়েছে। কোনো ষড়যন্ত্রই আমার বিজয় রুখতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, প্রভাষক শাহিনুল ইসলাম শাহীন, জামিল খান, আবেদ আলী, সরওয়ার হোসেন, এডভোকেট রুবেল, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপ, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এস. এম. আসিফুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা লাবলু লেবু, মতি, মিলন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অরূপ রাজ প্রমুখ।
এসময় ৩১, ৩২ ও ১৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।