
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে আলিম চেয়ারম্যানের সমর্থকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত টানা ২ ঘণ্টাব্যাপী সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিলবজার এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভে বক্তারা আব্দুল আলিম চেয়ারম্যানের মনোনয়নের দাবিতে স্লোগান দেয়।
নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার স্বীকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাঁড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি।
মনোনয়ন না দিলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণার অঙ্গীকার করেন আলিম চেয়ারম্যানের সমর্থকরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব সহ আরো অনেকে।