
রংপুরে ১৪ দিন মেয়াদী উপজেলা থানা মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৩৬ জন তরুণ শিক্ষিত উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৫ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।
উপমহাপরিচালক বলেন, সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসাবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাড় করতে বর্তমান বাহিনীর মহাপরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করার লক্ষ্যে দেশব্যাপী কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক বহু প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়ায় রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এই যুগান্তকারী প্রশিক্ষণ কোর্স কার্যক্রম চালু করায় বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে পরিবর্তন ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে আবদান রাখার মিশন ও ভিশন নিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেন।
প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম।
বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে মো. রুবেল মিয়া, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান।
প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণে শটগানে গুলি ছোড়ার অনুশীলন করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা কৌশলগত অনুশীলন শৃঙ্খলামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দক্ষাত বৃদ্ধি করার জন্য ৪ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট ও সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।