ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর-ঢাকা পথে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন বাস সার্ভিস উদ্বোধন

রংপুর-ঢাকা পথে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন বাস সার্ভিস উদ্বোধন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুর থেকে ঢাকা পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। রংপুরে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিএভিএম, পিভিএমএস এর উপস্থিতিতে ফাতিহা কেটে এবং উদ্বোধন করে এই সেবাটি শুরু হয়।

বৃহস্পতিবার লালমনিরহাট জেলায় ৩৪ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে যাত্রা শুরু করে। বাংলাদেশ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও ওয়েলফেয়ার ট্রাস্ট, খলিগাঁও, ঢাকা উদ্যোগে এই বাস চালু করা হয়। বাসটির ক্ষমতা ৪২ সিটের।

রংপুর রেঞ্জের ৩টি ব্যাটালিয়ন, ৮টি জেলায় আনসার ও ভিপি বাহিনীর কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসে যাতায়াত ব্যবস্থা গ্রহণ করবেন। এই বাস প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেলে ঢাকা গমন এবং পরবর্তী শনিবার রংপুর প্রত্যাবর্তন করবে।

উদ্বোধনকালে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিরাপদ রংপুর-ঢাকা যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান, কুড়িগ্রাম আনসার-ভিপি জেলায় কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, রংপুর জেলায় কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, লালমনিরহাট জেলায় কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলাম এবং অন্যান্য ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিপি সদস্যরা।

বাস সার্ভিস উদ্বোধন,আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী,রংপুর-ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত