ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন

রংপুরে ভোটকেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাসে ব্যস্ত প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর জেলায় ভোটার কাঠামো ও নির্বাচন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন ভোটার যুক্ত হওয়া, নারী ভোটারের অংশগ্রহণ বৃদ্ধি, তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্তি এবং কেন্দ্র–কক্ষ পুনর্বিন্যাস—সব মিলিয়ে জেলায় নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় পূর্বের তালিকায় মোট ভোটার ছিল ২৪ লাখ ৩০ হাজার ৩৬৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ১২ হাজার ৪৪৯ জন, নারী ভোটার ১২ লাখ ১৭ হাজার ৯০১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। এবার নতুন হালনাগাদ তালিকা যোগ হয়ে সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। ফলে রংপুরে ভোটার কাঠামো আরও বিস্তৃত হয়েছে এবং নারী ভোটারের সংখ্যা সামান্য এগিয়ে রয়েছে।

গত নির্বাচনে রংপুর জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ১৮ জন। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের ইতিবাচক পদক্ষেপের ফলে এবার সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রমে বিশেষ সহযোগিতা দেওয়ায় এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

রংপুর জেলায় ভোটার বৃদ্ধি বিবেচনায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষ পুনর্বিন্যাস করা হয়েছে। কেন্দ্র পর্যবেক্ষণ, তথ্য যাচাই, প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থাপনা—সবকিছুই চলছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ভোটার সংখ্যা বাড়ায় কেন্দ্র ও কক্ষ পুনর্বিন্যাস এবং প্রযুক্তিনির্ভর ফলাফল ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

ব্যস্ত প্রশাসন,কক্ষ পুনর্বিন্যাস,রংপুরে ভোটকেন্দ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত