
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু নগরীর ১৬ নং ওয়ার্ডের ধাপ আটতলা মসজিদ মোড়, মেডিকেল মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এর আগে তিনি বুধবার রাতে লালকুঠি বাজার, ধাপ সিটি বাজার, চেকপোস্ট মোড়, হাজিপুর লেন ও ক্যান্টনমেন্ট মোড় এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। এর আগে তিনি দিনভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ জনতা তাকে সাদরে গ্রহণ করেন। প্রতিটি গণসংযোগে তিনি জনগণের ব্যাপক সাড়া পান। তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, রংপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়তই মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে। দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে অতীতের ন্যায় রংপুরের উন্নয়নসহ সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। রংপুরবাসী এবং দলীয় নেতাকর্মীরা এসব বিশ্বাস করেন না। তাই মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নেই।
এসময় রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ ক্লিনিক হাসপাতাল ব্যবসায়ী ফোরাম রংপুরের সভাপতি এম.আর. লাবলু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন অনিক, আব্দুর রহমান অরূপ রাজ, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা ইমরান হোসেনসহ মহানগর বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।