
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৩ টি পদের মধ্যে সভাপতি সম্পাদক সহ ৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবচ্ছিন্নভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে এটিএম মাজহারুল আলম মিলন, সহ-সভাপতি-১ পদে বখতিয়ার রহমান, সহ-সভাপতি-২ পদে অমিতাব বর্মন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও তথ্য, যোগাযোগ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে সাংবাদিক বাদল মিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়া পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আনজারুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক পদে মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক পদে সাখওয়াত হোসেন, শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে কামরুল হাসান সাগর প্রধান, ধর্ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আশিকুর রহমান আশিক ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে কামরুল হাসান মিলন।
নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান আলী প্রধান জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।