ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার, সুশীল সমাজের নিন্দা

জীবননগর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার, সুশীল সমাজের নিন্দা

চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন বিশ্বাস-এর বিরুদ্ধে এক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ, মনোবল ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে, স্বর্ণ পাচারের পথে একটি চালান হারিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ঘটনাটি নিয়ে শুরু হয় উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ। কয়েকজনকে আটক রেখে চাপপ্রয়োগের ঘটনাও ঘটে। পুলিশের দ্রুত অভিযানে আটক ব্যক্তিরা নিরাপদে উদ্ধার হন। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আর সে অভিযোগের প্রেক্ষিতে ফেসবুক-ইউটিউব ব্যবহার করে সরেজমিনে না গিয়ে বিনা তদন্তে ঢালাওভাবে ওসি মামুন বিশ্বাসকে নিয়ে একতরফা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন রিপোর্ট প্রচার করা হয়। সেই ভুয়া রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ওসি মামুন বিশ্বাস একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই জীবননগরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে জীবননগর থানাধীন এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, সাধারণ মানুষও এখন নিরাপত্তা ও আস্থার পরিবেশ অনুভব করছেন।

সুশীল সমাজের প্রতিনিধিরা আরও বলেন, এমন একজন কর্মকর্তাকে কলঙ্কিত করতে অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য-মিথ্যা যাচাই করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

একই সঙ্গে তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টির এই অপচেষ্টার রহস্য উদ্ঘাটন ও মূল প্ররোচনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস বলেন, “সত্যনিষ্ঠভাবে দায়িত্ব পালনের পরও যদি পুলিশের বিরুদ্ধে এভাবে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়, তাহলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়বেন।”

ওসি আরও বলেন, এই মিথ্যা সংবাদ প্রচারের পর স্থানীয় মূলধারার সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও সুশীল সমাজের অনেকেই আমার সাথে দেখা করেছেন এবং তারা থানা পরিচালনা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন বলেও জানিয়েছেন ওসি।

জীবননগর থানা,ওসি,অপপ্রচার,সুশীল সমাজ,নিন্দা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত