
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে প্রতিবন্ধী উদ্যোক্তা উন্নয়ন ও স্বনির্ভর প্রকল্পের আওতায় দিনব্যাপী মাচা পদ্ধতিতে ছাগল পালন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদে আগামীর স্বপ্ন প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার এ প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্যপদ প্রার্থী সাইফুল ইসলাম।
সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আগামী স্বপ্ন প্রকল্পের নির্বাহী পরিচালক শামিনুর রহমান মিলন, প্রতিবন্ধী মানবাধিকার কল্যাণ সংস্থার চেয়ারম্যান রাকিবুল ইসলাম তুহিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ১০টি পরিবারের মাঝে সনদপত্র ও ছাগল বিতরণ করা হয়।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “দেশের প্রতিবন্ধীরা যেন বুঝতে না পারে তারা অবহেলিত বা সমাজের বোঝা। তাদেরকে এ অবস্থা থেকে পেরিয়ে আনতে হবে। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাদের জীবনের দুঃখ-দশা দূর করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।”