
রংপুরে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা, ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ রমিজ আলম। রংপুর বিভাগীয় প্রশাসন এই বইমেলার আয়োজন করেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, উন্নত জাতি গঠনে বইয়ের বিকল্প নেই। এজন্য নতুন প্রজন্মের গুণগত শিক্ষা অর্জনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে বই পাঠের প্রসঙ্গে তিনি বলেন, মোবাইলসহ বিভিন্ন ডিভাইসে দীর্ঘক্ষণ পড়াশোনা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের বই পড়ায় অধিক মনোযোগী হওয়া প্রয়োজন।
তিনি শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকার, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয় এবং মেলামঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রংপুরের খ্যাতিমান লেখক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।