
রংপুরের পীরগঞ্জ উপজেলায় সাবেক জন প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যার পূর্বে এক উৎসবমুখর পরিবেশে উপজেলার বিনোদন কেন্দ্র আনন্দনগরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ও উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় পীরগঞ্জ উপজেলার কুমেদপুর, পীরগঞ্জ, চৈত্রকোল, কাবিলপুর ও টুকুরিয়া ইউনিয়নসহ ১৫টি ইউনিয়নের ৫ শতাধিক সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য–সদস্যা, পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, রংপুর জেলা পরিষদের সাবেক কাউন্সিলরসহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, এ দেশটা সবার। সকল ভেদাভেদ, হিংসা–বিদ্বেষ পরিহার করে ঘুষ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য বিএনপির বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে তিনি বিএনপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে সাবেক জন প্রতিনিধিগণ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে থেকে তাঁকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত করতে প্রত্যয় ব্যক্ত করেন।