
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত তিন দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায় রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে রংপুর মহানগরীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর রবাটসনগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
এসময় রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনের বিষয়ে এমপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। আমি তার সুস্থতার জন্য রংপুরবাসীসহ সর্বসাধারণের নিকট দোয়া কামনা করছি।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
এর আগে শুক্রবার বাদ জুম্মা রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকার শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।