ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, খাল থেকে লাশ উদ্ধার

সাটুরিয়ায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, খাল থেকে লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় পানাইজুরি এলাকায় খাল থেকে আনছার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে সাটুরিয়া ইউনিয়নের পানাইজুরি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনছার আলী (৬৫) পানাইজুরি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ঐ এলাকার কফিল উদ্দিনে ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, আনছার আলী গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, এরপরে আর তিনি বাড়ি ফেরেননি। রাতে তার পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলাতে পারেনি। বেলা ১১টার দিকে এলাকাবাসীর তার লাশ খালে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, খালে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন হাতে পেলে হত্যা নাকি অপমৃত্যু তা বোঝা যাবে।

সাটুরিয়া,রহস্যজনক মৃত্যু,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত