ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

বোয়ালখালীতে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহর কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, বর্তমান সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স.ম. রবিউল ও আবু নাঈম।

বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। সাধ্য–সামর্থ্যের নিরিখে সেবা প্রদানের চেষ্টা করেছি। বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। আশা করি খুব দ্রুতই কাজগুলো দৃশ্যমান হবে।”

প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা,বিদায়ী ইউএনও,বোয়ালখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত