
কক্সবাজারের রামুতে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে বসতবাড়ি প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে গিয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির অন্য লোকজনের বরাত দিয়ে গৃহকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘আমি সোমবার রাতে বাড়িতে ছিলাম না। রাত আড়াইটার দিকে একদল লোক নিজেদের ডিবির লোক পরিচয় দেন এবং বাড়ি দরজা খুলতে বলেন। ওই সময় বাড়ির অন্য সদস্যরা বাড়ির দরজা খুলে দিলে ৮ জনের একদল অস্ত্রধারী লোক বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়ির সদস্যদের জিম্মি করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা মো. মিজানুর রহমান বলেন, তাদের শরীরে ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট ছিল। বাড়িতে ওইসময় ৩ জন নারী ও একজন পুরুষকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা ও ৮-৯ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। ডাকাতদল ফেরার সময় বাড়ির লোকজনকে বাথরুমে বন্দি করে সাদা মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করে।
মিজানুর রহমান আরো বলেন, ডিবির পোশাক পরিহিত সবার কাছে পিস্তল ও শটগান ছিল। ৮ জনের মধ্যে বাড়ির সদস্যরা একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।