
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সাইটসেভার্স-এর অর্থায়ন এবং সহায়তায় ডিসট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে কমিউনিটি চক্ষু হাসপাতাল, মডার্ণ মোড় এর উদ্যোগে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব সহায়ক উপকরণ বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাইদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনীল চন্দ্র বম্মর্ণ।
আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস, সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম।
রংপুরের ৮টি উপজেলার ১৪টি প্রতিবন্ধীদের সংগঠনের ১৪ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।