ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাকসুর উদ্যোগে চবিতে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত

চাকসুর উদ্যোগে চবিতে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় চবিতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০০ জন শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ৮টি বিভাগের ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে সেবা নেন।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের জন্য আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে ছেলে-মেয়ে শিক্ষার্থীরা পৃথকভাবে মোট ১২টি বুথে চিকিৎসা গ্রহণ করেন। এখানে কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্মরোগ, নাক-কান-গলা, জেনারেল সার্জারি এবং নিউট্রিশনের মতো বিভিন্ন সেবা প্রদান করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, “চাকসু নির্বাচনের সময় আমাদের ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা খাত উন্নত করা। ইতোমধ্যে চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। আরও অনেকে হাসপাতাল সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করি দ্রুত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারব।”

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. একেএম ফজলুল হক বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১৮ জন অভিজ্ঞ ডাক্তার ও নার্স উপস্থিত রয়েছেন। আশা করি শিক্ষার্থীরা সঠিক চিকিৎসাসেবা পাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের চুক্তি শীঘ্রই কার্যকর হবে।

চিকিৎসা নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। তাই ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে এত সুন্দর চিকিৎসা-সেবা পেয়ে আমরা আনন্দিত। ডাক্তাররা মনোযোগ দিয়ে আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।

চাকসু,চবি,ফ্রি মেডিক্যাল ক্যাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত