ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ অদম্য নারীকে সংবর্ধনা

বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ অদম্য নারীকে সংবর্ধনা

বোয়ালখালীতে বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী সম্মাননা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, নব-নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার ও সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’-এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হয় এবারের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর)। এছাড়া বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৩ জন অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিপ্রা দাশ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুর্বনা আচার্য ও সফল জননী নারী হিসেবে মনোয়ারা বেগমকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভার পর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩ জন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বোয়ালখালী,অদম্য নারী সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত