ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চবিতে নবাগত শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

চবিতে নবাগত শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী (৭-১১ ডিসেম্বর) "Foundation Training Program For Professional Development" শীর্ষক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সনদ প্রদান করা হয়। চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যােগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আপনারা তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনাদের অধ্যবসায়, ধৈর্য ও পরিশ্রম কাজে লাগিয়ে গবেষণায়, একাডেমিক ও প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবেন।

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, ৫ দিনের প্রশিক্ষণে যা শিখলেন সেটি কাজে লাগাবেন। এখানে জাস্ট কিছু আইডিয়া পেলেন, এরপর বাকি পথচলা আপনাকেই শুরু করতে হবে।

তিনি বলেন, আগামী বছর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম পদ্ধতি চালু হচ্ছে। নতুন কারিকুলাম চালু হলে নতুন করে সিলেবাস প্রণয়ন করাসহ বিভিন্ন কাজে নবাগত অগ্রণী ভূমিকা রাখতে হবে। এজন্য আপনাদের সহযোগিতা সব সময় অব্যহত রাখবেন। তিনি সবাইকে অভিনন্দন জানান।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আইকিউএসি নবাগত শিক্ষকদের জন্য দারুণ আয়োজন করেছে। আশা করি, এ প্রশিক্ষণে যে শিক্ষা পেয়েছেন সেটি ক্লাসরুমে, নিজ বিভাগে সংশ্লিষ্ট বিষয়ে কাজে লাগাবেন। আমরা চাই সকলের সম্মিলিত সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় পৌঁছে যাক।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকরা নিজেদের মতামত, পরামর্শ ও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। ৫ দিনের প্রশিক্ষণে মোট ১৯ সেশন পরিচালিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২৮ জন শিক্ষক অংশ নেন।

চবি,শিক্ষক,প্রশিক্ষণ,সনদ প্রদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত