
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে নোয়াখালীতে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন এবং সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি।
আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ফজলুল হক বাদল প্রমুখ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য সিনিয়র অফিসার মনির হোসেন, বেগমগঞ্জ থানার অতিরিক্ত সার্কেল আ.ন.ম ইমরান খান, সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়া সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।