ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪ লাখ টাকা ছিনতাই, ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে ৪ লাখ টাকা ছিনতাই, ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকাশ্য এক ব্যবসায়ীর চার লাখ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতাসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার উপজেলার পৌর এলাকার ধানগড়া বাজারে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে ঘটনার দিন রাতে সংশ্লিষ্ট থানায় এ মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— রায়গঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব তৌকির আহমেদ স্বপন (৩৯), প্রান্ত সরকার (২৫), শাহিন (২৬) ও তানভীর (২৩)।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার ধানগড়া প্রামানিক পাড়া মহল্লার ব্যবসায়ী নুরুল ইসলামের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন ওই যুবদল নেতা। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে নানা রকম ভয়ভীতি দেখানো হয় এবং রোববার দুপুরে তারা ছেলে আসাদুল ইসলাম একটি ব্যাগে চারলাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে আসাদুলের পথ গতিরোধ ও মারধর করে টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ব্যাপারে ওইদিন রাতে ব্যবসায়ী নুরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ ছিনতাই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,ছিনতাই,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত