অনলাইন সংস্করণ
২২:৪৭, ১৪ ডিসেম্বর, ২০২৫
সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি এই শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এই হামলায় আতঙ্কিত হওয়ার কথা উল্লেখ করে গুতেরেস বলেছেন, ‘আমি গভীর শোক প্রকাশ করার জন্য ফোন করেছি। আমি ভেঙে পড়েছি।’
জাতিসংঘপ্রধান বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে অনুরোধ করেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। আহত সৈন্যদের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি, মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
গুতেরেস ড. ইউনূসকে জানিয়েছেন যে, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সরঞ্জাম-সজ্জিত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা চলছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ফোনালাপে ড. মুহাম্মদ ইউনূস গত রমজান মাসে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।
বাংলাদেশ সফলভাবে আসন্ন নির্বাচন পরিচালনা করবে বলে নিজের আত্মবিশ্বাস ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।