ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত চেকবইসহ আটক ৩

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত চেকবইসহ আটক ৩

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই ও ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে ঢাকা এবং দুজনকে নারায়ণগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, হাদির ওপর হামলার ঘটনায় দুজনকে শনাক্ত করা গেছে। তারা হলেন- ‘শুটার’ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও মোটরসাইকেলচালক আলমগীর শেখ। তাদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

আবা/এসআর/২৫

হাদি,চেকবই,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত