ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে দোকান ভাঙচুর, পালানোর সময় চাপাতিসহ একজন আটক

মুন্সীগঞ্জে দোকান ভাঙচুর, পালানোর সময় চাপাতিসহ একজন আটক

মুন্সীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে ভাঙচুরের ঘটনায় চাপাতিসহ একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘মেসার্স সাকিব এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে চাপাতিসহ দেখতে পায়। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত তিন পুলিশ সদস্য তাকে ধাওয়া করে আটক করেন।

আটককৃত ব্যক্তিকে ধরতে সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্য শাহাদাত, বেনজির ও মেহেদি।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মুন্সীগঞ্জ,পুলিশ,দুর্বৃত্ত,দোকান,ভাঙচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত