ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—ঢাকার মনিপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোটরসাইকেল আরোহী আকবর হোসাইন (৪৫) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে অটোভ্যান যাত্রী চাঁন মিয়া (৬০)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাজার এলাকায় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আকবর হোসাইন নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ–কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোভ্যান যাত্রী চাঁন মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ,সড়ক দুর্ঘটনা,নিহত,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত