
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রলির ধাক্কায় কুদ্দুস ফকির (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস ফকিরের পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামের বাসিন্দা কুদ্দুস ফকির শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি সড়কে হাঁটছিলেন তিনি। এসময় ইট টানার কাজে ব্যবহৃত একটি ট্রলির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।