
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের সিকরুম বিয়ারারদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্যােগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় চবি মেডিকেল সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এমন উদ্যােগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি জানান, আমরা শিক্ষার্থীদের সব ধরনের সেবা দিতে বদ্ধপরিকর। স্বাস্থ্য সেবা এর মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। প্রয়োজনে হল প্রভোস্টদের নোটিশ করে সিকরুম বিয়ারারদের অন্য কাজে নিয়োজিত না করতে জানিয়ে দেব।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) চাকসুর এমন উদ্যােগের জন্য ধন্যবাদ জানান। উদ্বোধকের বক্তব্যে তিনি আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে যারা প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিতে চান তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন বলেন, চাকসুর এমন পরিকল্পনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি, এ উদ্যােগ চবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কাজে আসবে।
প্রধান বক্তার বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, হলসমূহের সিকরুম বিয়ারাররা যথাযথ প্রশিক্ষণ পেলে আবাসিক হলসমূহে স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে উঠবে। এ উদ্যােগের মাধ্যমে আশা করি হলসমূহে আরও ভালো স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। এ উদ্যােগের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান।
এসময় আরও উপস্থিত ছিলেন শামসুন নাহার হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার বর্ষা, প্রীতিলতা হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ইপ্তি, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জামিল হোসেন, মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং হলসমূহের সিকরুম বিয়ারাররা।
প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৪টি হল ও ১টি হোস্টেলের সিকরুম বিয়ারারগণ প্রশিক্ষণ গ্রহণ করবেন। ৩ মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে। পরবর্তীতে আরও বিস্তৃত পরিসরে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।