ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত স্কুলছাত্র ইমন হোসেনের (১২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিদলা গ্রামের পাটওয়ারী বাড়ির একটি গাছে ওঠে ইমন। এক পর্যায়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে।

এসময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। চাঁদপুর জেনারেল হাসপাতালে ডাক্তার ইমনের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে ভর্তি করে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেন মারা যায়।

নিহত ইমন হোসেন কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাইল সরদারের ছেলে। সে সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে খেলতে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে পাটওয়ারী বাড়িতে সুপারি গাছে সুপারি পাড়তে গিয়েছিল ইমন। এ সময় দুভার্গবশত গাছ থেকে পড়ে যায়। গুরুতর আহত ইমন হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, সিদলা সুপারি গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি। তদন্তের জন্য পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ,সুপারি গাছ,স্কুলছাত্রের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত