ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

নোয়াখালীতে ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী, সামাজিক ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

শনিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পাশে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণে বাদ আসর এ জানাযার নামাজ আদায় করা হয়।

গায়েবানা জানাযার আগে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন এক নির্লোভ, সাহসী ও অসাম্প্রদায়িক চেতনার তরুণ। তার মৃত্যুতে নোয়াখালীর তরুণ সমাজ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারাল। তারা হাদীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সাবেক বঙ্গবন্ধু চত্বরকে ওসমান হাদী চত্বর ঘোষণা করে জুলাই সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এ সময় মুজিববাদ মুর্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দ।

গায়েবানা জানাযা অনুষ্ঠিত,ওসমান হাদী,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত