ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কমবে তাপমাত্রা, জেঁকে বসতে পারে শীত

কমবে তাপমাত্রা, জেঁকে বসতে পারে শীত

দিন ও রাতের তাপমাত্রা কমে শীত আরও জেঁকে বসতে পারে। আগামী কয়েকদিন এমন অবস্থা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে দেয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এ অবস্থায় রোববার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই ধারা অব্যাহত থাকতে পারে।

আবা/এসআর/২৫

তাপমাত্রা,আভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত