
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী ও মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলমের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আগ্রাসন বিরোধী এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এদিন হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে পদযাত্রাটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় শহীদ আজাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মাহবুব আলমসহ এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর হাদী ও জুলাই আন্দোলনসহ দেশের সকল শহীদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে মো. মাহবুব আলম বলেন, শেখ হাসিনার মতো খুনিদের ভারত আশ্রয় দিয়েছে। সবশেষ হাদীর হত্যাকারীরাও ভারতে অবস্থান নিয়েছে। এটি আমরা মেনে নিতে পারি না। আমরা চাই, ভারত খুনিদের দেশে ফিরিয়ে দিক।
তিনি আরও বলেন, হাসিনার যে বিচারের রায় হয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।
মাহবুব আলম বলেন, হাদীসহ আমাদের অনেককে বলা হয়েছে, আপনারা তো এমপি হতে পারবেন না। কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই, আমরা তারুণ্যের অগ্রযাত্রা শুরু করে দিয়েছি। যাতে করে আগামী দিনে কৃষক ও চাষার ছেলেরাও রাজনীতি করতে পারে এবং জনপ্রতিনিধি হতে পারে। কালো টাকা ধারীরা রাজনীতি করবে, এমপি নির্বাচন করবে—এই ধারা ভেঙে দিতেই আমরা এসেছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর পৌরসভার আহবায়ক শাহ আলম মিজি, শাহরাস্তি উপজেলার সমন্বয়ক আমান উল্যাহ পাটওয়ারী, কচুয়া উপজেলার যুগ্ম সমন্বয়ক তোফাজ্জল হোসেন পলাশ, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল জব্বার, জাতীয় শ্রমিক শক্তির জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় জুলাই আন্দোলনে হাজীগঞ্জের অন্যতম সমন্বয়কারী শাহাদাত হোসেনসহ এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।