ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

দীর্ঘ তিন যুগেরও অধিক সময় কুমিল্লা-চাঁদপুরের মধ্যে বোগদাদ পরিবহনের বাস চলাচল করলেও চাঁদপুর-কুমিল্লার মধ্যে গত কয়েক বছর আইদি পরিবহন নামে বাস কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে যাত্রী সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে মালিক পক্ষের একটি গ্রুপ।

যার ফলে আইদি পরিবহন চলাচলে অনাপত্তি রুট পারমিটের দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং যৌক্তিক দাবি না মেনে আইদি পরিবহনের যাত্রী সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চাঁদপুরে বোগদাদ পরিবহন প্রবেশ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মালিক সমিতির নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বাস, মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।

তিনি বক্তব্যে বলেন, প্রায় ৩৫ বছর কুমিল্লা জেলার বোগদাদ পরিবহন মালিক পক্ষ কুমিল্লা-চাঁদপুর রুটে যাত্রী সেবা দিয়ে আসছে। এতে আমাদের পক্ষ থেকে কখনো কোনো আপত্তি তোলা হয়নি। কিন্তু তারা আমাদের চাঁদপুরের আইদি পরিবহন শুরু হওয়ার পর থেকেই বিরোধিতা করে আসছে।

প্রথমে এই পরিবহন চাঁদপুর সীমানায় চলাচল করে। এরপর কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত। কিন্তু এরপর আর কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে যেতে পারছে না। সেখানে বোগদাদ পরিবহনের মালিকদের একটি গ্রুপ বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইদি পরিবহন চলাচল করার জন্য যাতে কুমিল্লা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনাপত্তিপত্র ও রুট পারমিট প্রদান করে, সেই দাবিতে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

এরপরও এই বিষয়ে প্রশাসনিক পর্যায়ে সমাধান না হলে বোগদাদ পরিবহন কুমিল্লার মধ্যে এবং আইদি পরিবহন চাঁদপুরের সীমানায় চলবে। কোনোভাবেই বোগদাদ পরিবহন চাঁদপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।

আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, বোগদাদ পরিবহনের পক্ষ থেকে তারা আইদি পরিবহনের বিরুদ্ধে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে রিট করেছে। এসব রিট শুনানির পর রায় আইদি পরিবহনের পক্ষে এসেছে। আইনি প্রক্রিয়া শেষ। এখন তারা আমাদের পরিবহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করলে চাঁদপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা বোগদাদ পরিবহনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বাস মালিক সমিতির সাবেক সদস্য দুলাল মিজি, শহরের বাসিন্দা মো. মাহবুব আলম সরকার, আইদি পরিবহন মালিক পক্ষের প্রতিনিধি মো. মাসুদুর রহমান এবং শ্রমিকদের পক্ষে নারগিস খান।

এ সময় চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজিসহ বাস মালিক, মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আইদি পরিবহনের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে স্থানীয় বিভিন্ন পেশা-শ্রেণির লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বাস মালিক সমিতির নেতারা ও আইদি পরিবহন কর্তৃপক্ষ।

চাঁদপুরে মানববন্ধন,পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা,কুমিল্লায় আইদি পরিবহন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত