
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। এ উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখা যুবদল।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পশ্চিম বাজার বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে এ বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হাজীগঞ্জ পূর্ব বাজার গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় এবং সমাপ্ত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এ.রহিম পাটোয়ারী, পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবউদ্দিন, সরোয়ার হোসেন বুলু, খোরশেদ আলম ভুট্টো, এডভোকেট ওমর ফারুক টিটু, মোহাম্মদ খালেদ মাহমুদ মিঠু মুন্সী, পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সেলিম, পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন পাটোয়ারী।
মিছিলে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শুকুর আলম, পৌর যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাসেল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মো. জুলহাস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো.সাহিদুল ইসলাম সাহিদ, সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন, হাজীগঞ্জ পৌর যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহ্বায়ক মো. জহির আহমেদ জহির, সদস্য সচিব মো. নাজমুল হাসান রাজন প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. রাসেল মিয়া, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমাম হোসেন, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ ইমান হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোমান গাজী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন খান মিঠু, যুবনেতা সাইফুল ইসলাম, যুবনেতা মানিক মেম্বার ও যুবনেতা নূরে আলম সাইফুল, পৌর যুবনেতা মনির খন্দকার, কামাল হোসেন ফারুক, সুমন তালুকদার, মো. মমিন, জালাল সর্দার, জহিরুল ইসলাম-সহ উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকরা।