
মুন্সীগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের অনুসারী চরকেওয়ার ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মিজি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, সুইজারল্যান্ড বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা লিটন মিজি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আনোয়ার হোসেন গাজী, বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালি, চরকেওয়ার ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিজি, মুন্সীরহাট বাজার কমিটির সভাপতি সাহেব আলী মিজিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।