
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কদমতলী ঈদগাহ ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত গণদোয়ায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণদোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাই।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন ও বিএনপি সহ-সাংগঠনিক সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ চেয়ারম্যান, জেলা যুবদল নেতা এডভোকেট গোলজার খাঁন, উপজেলা বিএনপির সদস্য মো. ওসমান আলী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন কদমতলী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান।