ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ফের ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ফের ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে যান। এরপর অল্প সময়ের মধ্যেই তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। তার উপস্থিতি ও প্রস্থান মিলিয়ে মোট সময় পাঁচ মিনিটেরও কম ছিল।

সূত্রের তথ্য অনুযায়ী, নয়াদিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর আশপাশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

ভারতের হাইকমিশনার,প্রণয় ভার্মা,তলব,পররাষ্ট্র মন্ত্রণালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত