ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নকলায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে সাইমন বিবি নামে শতবর্ষী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার টালকী ইউনিয়নের চাঁনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইমন বিবি ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী ছিলেন।

বৃদ্ধার সন্তান আজহার মিয়া জানান, বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়ায় তার মা তাদেরকেসহ কাউকেই ঠিকমতো চিনতেন না। গতরাতে তার মায়ের গায়ে কম্বল জড়িয়ে শুইয়ে দিয়ে এসে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরে তার মাকে ভাসতে দেখেন। পরে দ্রুত ওপরে তুলে দেখেন তার মা মৃত্যুবরণ করেছেন।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইমন বিবি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। বার্ধক্যের কারণে তিনি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন।

তিনি ধারণা করে জানান, ভোরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় নকলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

নকলা,পুকুর,পানিতে ডুবে,বৃদ্ধার মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত