ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চবি উপাচার্যের সঙ্গে 'মেম্বার ওপেন' এ চ্যাম্পিয়ন রাফির সাক্ষাৎ

চবি উপাচার্যের সঙ্গে 'মেম্বার ওপেন' এ চ্যাম্পিয়ন রাফির সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বসুন্ধরা স্পোর্টস সিটিতে আয়োজিত চার দিনব্যাপী (২১-২৪ ডিসেম্বর) ‘এ্যাকোয়া পেইন্টস-এলিট স্টিল বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৫’ এর 'মেম্বার ওপেন' এ চ্যাম্পিয়ন হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. রাফিউজ্জামান রাফি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় চবি স্পোর্টস সায়েন্স বিভাগে এ সাক্ষাৎ করেন তিনি।

এসময় চবি উপাচার্য মো. রাফিউজ্জামান রাফিকে অভিনন্দন জানান। পাশাপাশি এ সফলতার ধারাবাহিকতা যেন অব্যহত থাকে সেজন্য শুভ কামনা জানান।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এ অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারকে গর্বিত করেছে।

সবাই নিজ নিজ জায়গা থেকে মেধার স্বাক্ষর রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল।

চবি উপাচার্য,মেম্বার ওপেন,চ্যাম্পিয়ন,সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত