ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে নিজ ঘর থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত মা স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রোববার রাতে বাড়ির লোকজন নিজ ঘরে মা-ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০টায় জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।

সোমবার সকালে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও মা- ছেলের মৃত্যুর কারণ জানা যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজার,মা-ছেলে,রহস্যজনক মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত