
পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদী আটঘরিয়া পাবনা-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল রহমানের অফিসে তার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন ও উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধানের শীষের ঈশ্বরদীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, বিএনপি একটি বৃহৎ এবং সুশৃঙ্খল দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মন জয় করে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা-৪ আসনের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন।
তিনি আরও বলেন, হাবিবুর রহমান হাবিব একজন পরীক্ষিত মানুষ। এ অঞ্চলের মানুষের সুখে দুখে আপদে-বিপদে সব সময় আপন মানুষের মতো ছায়া হয়ে থাকেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। আজ থেকে দলের নেতাকর্মীরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে একে অপরের হাতে হাত রেখে নির্বাচনে জয়ী হওয়ার জন্য কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, বিএনপি নেতা তুহিন চৌধুরী, নুরুল ইসলাম আক্কেল, মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবনেতা প্রতীক, এনামুল হক, খোরশেদ আলাম দিপু, আকরাম রায়হান বাবুসহ বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।