ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাটুরিয়ার ইউএনও

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাটুরিয়ার ইউএনও

‎রাতের আধারে ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

বুধবার রাতে উপজেলার কান্দাপারা, ফুকুরহাটি ও সাটুরিয়া বাজার এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।‎

‎এ ব্যাপারে কম্বল পাওয়া অসহায় দরিদ্র আক্কাজ আলী বলেন, আমি গভীর রাত পর্যন্ত রাস্তার পাশে পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাশ বইতে শুরু করেছে, এতে শীত বেড়েছে। হঠাৎ করে সাটুরিয়ার ইউএনওর গাড়ি এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশপাশের অবস্থানরত ছিন্নমূল অনেক মানুষের গায়ে কম্বল তুলে দিলেন। এতে আমিসহ সবারই উপকার হয়েছে।

‎সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, সরকারি কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু করতে নেমেছি, যাতে শীতার্ত মানুষের শীত নিবারণ করতে পারি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৬ লক্ষ টাকার কম্বল কেনা হয়েছে। হাতে পেয়ে সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দুস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করছি। বিভিন্ন এতিমখানা ও মাদ্রসায় কম্বল দেওয়া হয়েছে। এ বছর প্রায় ২ হাজার কম্বল বিতরণ করা হবে।

সরকারী প্রতিষ্ঠান ছাড়াও যে কোনো সংগঠন ও ব্যক্তি কম্বল বিতরণ করতে পারে এবং আমাদের মাধ্যমে তা বিতরণ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

কম্বল বিতরণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. খলিলুর রহমান মোল্লা, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহকারী মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার-এর সিইও আবু রাহাদ আল মামুন প্রমুখ।

ছিন্নমূল মানুষ,কম্বল বিতরণ,সাটুরিয়া,ইউএনও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত