ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পুঠিয়ায় বালি বোঝাই ডাম্প ট্রাকের চাপায় নিহত ৪

পুঠিয়ায় বালি বোঝাই ডাম্প ট্রাকের চাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় পড়ে চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম ইসলাম (১৬), একই উপজেলার পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক (৩৮), একই জেলার বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সহিমুদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহী জেলার চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

এ ঘটনায় আহত হয়েছেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী (৪২)। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে হাইওয়ে সড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে চারঘাট থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক বিপরীত দিক থেকে আসা গাড়িকে ওভারটেক করতে গিয়ে সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চারজন হাটুরে মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে একজনের মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। আর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে উদ্ধারকাজ সম্পন্ন করেন।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলার শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক আর হেলপার পালাতক রয়েছে।

পুঠিয়া,ডাম্প ট্রাক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত