ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪৬ বস্তা সার জব্দ, ডিলারের জরিমানা

সিরাজগঞ্জে ৪৬ বস্তা সার জব্দ, ডিলারের জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে। সেইসাথে ডিলার রেজাউল করিম রঞ্জুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিআইসির (বাংলাদেশ সার ও রাসায়নিক করপোরেশন) সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউনে অবৈধভাবে সার মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় ওই গোডাউনে মজুদ রাখা ৪৬ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং তাৎক্ষণিক সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

সেইসাথে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ডিলারকে উল্লেখিত টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর অপরাধ করবেন না মর্মে ওই ডিলারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিলারের জরিমানা,সার জব্দ,৪৬ বস্তা সার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত