ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে প্রেসক্লাবে মোনাজাত

খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে প্রেসক্লাবে মোনাজাত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জে প্রেসক্লাবে হল রুমে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব নুর-নবী হোসাইনী। এ সময় মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ মোনাজাত চলাকালে অনেকেই অশ্রুসিক্ত হন।

এ সময় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস.এম. তফিজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম, জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক এনামুল হক এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোনাজাত,সিরাজগঞ্জে প্রেসক্লাব,খালেদা জিয়ার মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত