
সিরাজগঞ্জ জেলা অটো রিক্সা, অটো টেম্পু ও সিএনজি মালিক সমিতি অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল হাদি।
তিনি বলেন, রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে সিএনজি মালিক ও চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিক্সা, অটো টেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের কতিপয় নেতাকে দায়ী করেন।
তিনি আরও বলেন, অবৈধভাবে সিএনজি থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের হুমকি-ধামকি দেওয়া হয়। এতে সিএনজি মালিক ও চালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি প্রবীন কুমার গুন লিটন বক্তব্য রাখেন।
এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সম্পাদক এরশাদ আলী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।