ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, শ্রমিককে জরিমানা

যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, শ্রমিককে জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫ শ্রমিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তারা হলেন, ড্রেজারের শ্রমিক সালাউদ্দিন (৪০), শুকুর আলী (৪২), খলিল মোল্লা (৪৫), লিয়াকত আলী খান (৫০) ও ইয়াসিন ইসলাম (২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ এলাকার উল্লেখিত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই ৫ শ্রমিককে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কার্যক্রম করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

এ অভিযানে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

শ্রমিককে জরিমানা,অবৈধভাবে বালু উত্তোলন,যমুনা নদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত